গংগাচড়া (মহিপুর) শেখ হাসিনা সেতুর পাড়ে ঈদের আমেজে বেড়াতে হাজারো মানুষের ঢল এবং এখানে ইকো পার্ক স্থাপনের দাবি করেন।
মোঃ ছামিউল ইসলাম মিশন,গংগাচড়া বিশেষ প্রতিনিধি;——– গংগাচড়া শেখ হাসিনা সেতুর পাড়ে ঈদের আমেজে বেড়াতে হাজারো মানুষের ঢল এবং এখানে ইকো পার্ক স্থাপনের জন্য তাদের দাবি। স্থানীয় প্রসাশনের থেকে জানা যায় যে,এই জায়গায় প্রতি বছরে ও বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ দিন গুলোতে এখানে হাজারো মানুষের ঢল নামে। অনেকের কাছে জানা গেছে এখানকার গোধূলি বিকালের নিরিবিলি ও মনোমুগ্ধকর পরিবেশ দর্শনার্থীদের মন ভালো করে। সেজন্য অনেক দর্শনার্থী অনেক … Continue reading গংগাচড়া (মহিপুর) শেখ হাসিনা সেতুর পাড়ে ঈদের আমেজে বেড়াতে হাজারো মানুষের ঢল এবং এখানে ইকো পার্ক স্থাপনের দাবি করেন।