
সি এম তাফহীমুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়ীয়া পুরাতন কলেজগেট এলাকায় প্রায় সময় যানজট লেগেই থাকে। ফলে জনগণকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যাত্রীগাড়িগুলো দীর্ঘক্ষণ ধরে সড়কের উপর যাত্রীর জন্য থেমে থাকে। পাশাপাশি সিএনজি অটোরিকশা, ব্যাটারি রিকশা, রিকশা এ স্থানে সড়কে দাঁড় করে রাখে। উপজেলা সংযোগ সড়ক থেকে আসা বিভিন্ন যানবাহন ট্রাফিক না থাকায়, কোনরকম বাঁধা ছাড়াই সরাসরি মহাসড়কে উঠে পড়ে। এছাড়া সড়কের দুপাশে কার, মাইক্রো, হাইচ ইত্যাদি দাঁড় করিয়ে রাখে এবং দুরপাল্লার কিছু কিছু ট্রাক-বাস থামিয়ে যাত্রা বিরতি করার কারণেও যানজটের সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় উচ্চ আওয়াজে যানবাহনের হর্ণ বাজানোর কারণে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। এ সড়কের ফুটপাত দিয়ে প্রতিদিন শত শত মানুষ পার্শ্বে অবস্থিত বাজারে যাওয়া আসা করে থাকে। তাছাড়া ২টি হাইস্কুল, ১টি প্রাইমারি স্কুল ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।
সচেতন মহলের দাবি, এ যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু নজর দিবেন!