
মোঃজিল্লুর রহমান রিপন
বাঘা, রাজশাহী প্রতিনিধি
কিছু ক্ষমতাসীন ব্যক্তিরা সরকারি পানি নিষ্কাশনের খাল খনন বন্ধ করে তাদের ব্যক্তিগত পুকুর এবং মাছ চাষের উপযোগী করে নেয় সেই পানি নিষ্কাশনের জায়গা বন্ধ করে দেয়। এই খাল বন্ধ থাকার কারণে শত শত বসতবাড়ি এবং গাছপালা ও শত শতবিঘা আবাদি জমি চাষ অনুপযোগী হয়ে পড়ে এবং শত শত ভিটাবাড়ি মানুষ পানিতে বসবাস করে।অত্র এলাকার জলাবদ্ধতা নিরসন কল্পে, লালপুর উপজেলা নির্বাহি অফিসার এর উপস্থিতিতে প্রশাসনিক সহায়তায় এবং এলাকার কয়েক হাজার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বসন্তপুর বিলের পুরাতন খাল উন্মুক্ত করা হলো।