বিধবা ও এতিমদের পাশে পীরগাছা মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন।

পীরগাছা (প্রতিনিধি)রংপুর
রংপুরে পীরগাছা উপজেলায় বিধবা ও এতিমদের পাশে পীরগাছা মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন।
ঈদে খাবার মিলেনি ১০টি পরিবারের খবর পেয়ে ছুটে চলেন।
পীরগাছা মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনটি
ঈদ সমগ্রী তোলে দেওয়া হল অসহায়দের মাঝে
জানা যায় যে সংগঠনটি বৃদ্ধ-বৃদ্ধা ও এতিম সহ অসহায় দের খোঁজ পেলে ছুটে চলে সংগঠনটি।
সংগঠনের উপদেষ্টা মণ্ডলীরা জানান, এমন সংগঠন দেশের প্রতিটা জায়গায় হওয়া দরকার,
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জানায় অসহায়দের সব সময় পাশে থাকবে সংগঠনটি
এছাড়া ১৫জন এতিমদের লেখাপড়া চালাচ্ছে সংগঠনটি

Leave a comment