রংপুরে ঈদ পুর্ণমিলনী ও সেলিব্রিশন প্রগ্রাম এক্সিলেন্ট ওয়ার্ল্ড গ্রুপের আয়োজনে।

মোঃ ছামিউল ইসলাম মিশন,স্টাফ রিপোর্টার;(১0ই আগস্ট)

রংপুর বিভাগের প্রধান অফিস ইআরটিসি হল রুমে ঈদ পুর্ণমিলনী ও সেলিব্রিশন প্রগ্রাম এক্সিলেন্ট ওয়ার্ল্ড গ্রুপ আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সমাজিক দুরুত্ব ও গনসচেতনতা বিষয় ছিল।

উক্ত অনুষ্ঠানে রংপুর জেলা ছাড়া ও কুড়িগ্রাম,নীলফামারী,সৈয়দপুর, রংপুরের গংগাচড়া,পীরগাছা,কাউনিয়া, ছাড়া ও অন্যান্য এলাকার শতাধিক এক্সিলেন্ট যোদ্ধা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,
এক্সিলেন্টের তৈরি সকল প্রকার পর্ণ্য প্রাকৃতিক উপাদান যেমন; (নিম,তুলসী,এ্যলোবেরা,হরিতকি,বহেড়া,আমলকী,) ইত্যাদি বিভিন্ন ধরনের অন্যান্য উপাদান থেকে তৈরি। এসকল পর্ন্য মানুষের কোন ধরনের ক্ষতিকর প্রভাব বিস্তার করে না বরং মানুষের স্বাস্থ্য ভালো ও সৌন্দর্য বৃদ্ধি করে।

এছাড়াও বর্তমানে বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যা শুধু মাত্র দেশের অভ্যন্তরে নয় বিশ্বের বিভিন্ন দেশে সফলতার সাথে কাজ করে যাচ্ছে।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের প্রথম জিএম স্যার হাফেজ মোঃ এরশাদ হোসেন শিমুল।মার্কেটিং অফিসার মোঃ আবু বকর সিদ্দিক,সজিবুল হক,মোজাফফর হোসেন।এছাড়াও দৈনিক আলোকিত পত্রিকা র চেয়ারম্যান মোঃ আফফান হোসেন আজমির ও শতাধিক এক্সিলেন্ট যোদ্ধা।

অনুষ্ঠানের শেষের দিকে যেসকল ব্যক্তি আস্তার সাথে কাজ করে সফলতা অর্জন করেন। সেই সফল ব্যক্তিদেরকে নিয়ে কেক কাটা ও বিতরণ করা হয়।এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

Leave a comment