
মো: জনি মিয়া প্রতিনিধি
গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ড এ রাস্তা কিছুদিন যাবোত পানি বন্দি থাকার কারনে গাড়ী চলাচলের কারনে অনেক কাদা হয়ে যায়। কাদা হয়ে যাওয়ার কারনে প্রায় শতধিক পরিবারের চলাচলের অসুবিধা হয়ে যায়। যার গাড়ি চলাচল করে সচারচার তাকে স্থানীয় লোকজন বালু দিতে বলে কিন্তু তারা দিতে চান না। তারা কোনো ভাবে সেখানে বালু দিবেন না। স্থানীয় লোকজন এর কাছে জানা যায়। তাই কিছু লোক সেখানে কিছু বস্তা দেয় শুধু মানুষ পারাপার হওয়ার জন্য কিন্তু ভ্যান, রিক্সা, অটোরিকশা আরো অনেক তিন চাকার গারি চলাচলের অসুবিধা হয়। ওয়ার্ডের মেম্বারের প্রতি রাস্তাটি দেখার জন্য অনুরোধ রইলো। সেই সাথে ইউনিয়নের চেয়ারম্যান মহদায় প্রতি দেখার জন্য অনুরোধ রইলো।