গংগাচড়া (মহিপুর) শেখ হাসিনা সেতুর পাড়ে ঈদের আমেজে বেড়াতে হাজারো মানুষের ঢল এবং এখানে ইকো পার্ক স্থাপনের দাবি করেন।



মোঃ ছামিউল ইসলাম মিশন,গংগাচড়া বিশেষ প্রতিনিধি;
——–

গংগাচড়া শেখ হাসিনা সেতুর পাড়ে ঈদের আমেজে বেড়াতে হাজারো মানুষের ঢল এবং এখানে ইকো পার্ক স্থাপনের জন্য তাদের দাবি।

স্থানীয় প্রসাশনের থেকে জানা যায় যে,
এই জায়গায় প্রতি বছরে ও বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ দিন গুলোতে এখানে হাজারো মানুষের ঢল নামে। অনেকের কাছে জানা গেছে এখানকার গোধূলি বিকালের নিরিবিলি ও মনোমুগ্ধকর পরিবেশ দর্শনার্থীদের মন ভালো করে। সেজন্য অনেক দর্শনার্থী অনেক দুর-দুরন্ত থেকে ছুটে আসে।তাদের প্রিয় জনের সাথে একটু আনন্দের সাথে সময় কাটাতে। বর্তমানে এই করোনা পরিস্থিতিতে ও তার ব্যতিক্রম নয় ।

ঈদের সময়ে লক্ষ করা গেছে এখানে হাজারো মানুষের ঢল। এছাড়াও গতকাল বিকালে ৪টা থেকে শুরু করে মহিপুর ( শেখ হাসিনা সেতুর) প্রধান রাস্তার দুই দিকে প্রায় ৩-৪ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি সকল প্রকার সাইকেল, রিকশা ও ভ্যান,ব্যাটারি চালিত অটোরিক্সা ও মোটর গাড়ি, মাইক্রোবাস, পায়ে হাঁটা পথচারীদের আটকা পড়ার চিত্র লক্ষ করা গেছে।

স্থানীয় মানুষজন ও দর্শনার্থীদের দাবি করে বলেন; এখানে একটি সাধারণ ইকো পার্ক স্থাপন করা হলে আশেপাশের এলাকার অনেক বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দর্শনার্থীরা এমন একটি মনোমুগ্ধকর স্থান ঘুরতে পারবেন। এই তৃনমূল মহিপুর অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য এখানে ইকো পার্ক স্থাপন করা জন্য উক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান করা হইল।

Leave a comment