
মোঃ ছামিউল ইসলাম মিশন,,গংগাচড়া ( গজঘন্টা) প্রতিনিধি;
একটি জরুরি বিজ্ঞপ্তি,,,,,, ঈদ মোবারক– ঈদ মোবারক– ঈদ মোবারক,,,,,!!
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলিম উম্মা কে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
এত দ্বারা রংপুরের ঐতিহ্যবাহী হাবু ৫৭ জামায়াত( হাবু বালারঘাট,গজঘন্টা)এর সম্মানিত মুসললিয়াম বৃন্ধুর অবগতির জন্য জানানো যাইতেছে যে, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে । নিজ নিজ মসজিদে গত ঈদের ন্যায় এবার ও ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আহবান করা হইল।
আসুন করোনা আতংকিত না হয়ে নিজে ও পরিবারের অন্যদের সচেতন হই।সামাজিক দুরুত্ব বজায় রেখে নিরাপদ থাকি।
আহ্বানে হাবু ৫৭ জামায়াত ঈদগাহ মাঠ কমিটি,গজঘন্টা,গংগাচড়া,রংপুর।