একটি জরুরি সর্তকবার্তা।

Facebook-এর একটি নতুন কেলেঙ্কারী ইদানীং বেড়েছে… সুতরাং এর থেকে সাবধান থাকুন… অপরাধী দুর্বৃত্তরা আমার/আপনার এফ বি ওয়াল থেকে আমার/আপনার প্রোফাইল ফটো বা কোনও ছবি নেবে এবং একটি দ্বিতীয় কল্পনাপ্রসূত অ্যাকাউন্ট খুলবে… তারপরে আমার/আপনার প্রোফাইলের সমস্ত বন্ধুকে আমন্ত্রণ জানাবে এবং এতে আমার/আপনার ফটোসহ আমার/আপনার ২য় অ্যাকাউন্ট খুলবে। এই ভুয়া একাউন্ট ব্যবহার করে বিভিন্ন জনের কাছে অর্থ ধার চাইবে… শুধু তাই নয়, তারা এমন একটি পোস্ট তৈরি করতে পারে যা আমাকে/আপনাকে আইনি জটিলতা এমনকি কারাগারে পর্যন্ত পাঠানোর ব্যবস্থা পারে…।

তাই আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন, পরিচিতজন এবং প্রিয় বন্ধুবান্ধবদের অবহিত করতে চাই যদি কখনও কেউ আমার দ্বিতীয় অ্যাকাউন্ট তৈরী করে বা একই নামের নকল অ্যাকাউন্ট তৈরী করে আপনাকে আমন্ত্রণ করে বা যোগ দিতে অনুরোধ পাঠায় তাহলে দয়া করে গ্রহণ করবেন না… PLEASE DON’T ACCEPT THE ACCOUNT… কারণ সেটি আমার নয়… সেটি নকল… আমার নয়… নতুন অ্যাকাউন্ট তৈরি করার আমার কোনও পরিকল্পনা নেই… আমার একটাই অ্যাকাউন্ট, অন্য কোনও অ্যাকাউন্ট আমার নামে নেই… আমি সকলকে অবহিত করলাম… ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন.

সংগৃহীত

Leave a comment