ইচ্ছাশক্তি এবং সফল হওয়ার তীব্র আকাংখা থাকলে মানুষ কখনোই ব্যর্থ হয়না তার অজস্র প্রমাণ এই দুনিয়াতে আছে। এই যে মানুষটাকে একটু দেখুন, তারই বেশি সুযোগ ছিল শারীরিক অক্ষমতা দেখিয়ে একটা অযুহাত তৈরী করার। কিন্তু সে তা না করে অসাধ্যকে সাধ্য করে পুরো পৃথিবীকে জানিয়ে দিল মানুষ চাইলে সবই সম্ভব। চলুন না একবার জেগে উঠি, নিজের পরিবার, সমাজ এবং এই পৃথিবীকে দেখিয়ে দিতে চাই, আমরাও যে পারি।
সংগৃহীত ,,,
