মুজিব বর্ষ উপলক্ষে গংগাচড়া উপজেলা প্রশাসনের অধীনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন।

মোঃ ছামিউল ইসলাম মিশন, স্টাফ রিপোর্টার- (গজঘন্টা) গংগাচড়া;
মুজিব বর্ষ উপলক্ষে গংগাচড়া উপজেলা প্রশাসনের অধীনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন। “গাছ লাগাই বন বাড়াই ” এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল মূলত এটি। গংগাচড়া উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

গংগাচড়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্দোগে উপজেলা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব রুহুল আমিন। এবং উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা বেগম।

এই সময়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাজু মিয়া ও মোছাঃ রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আবতাবুজ্জামান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসারছ শাহনাজ পারভীন এবং উপজেলা বন কর্মকর্তা আকতারুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a comment