
মোঃ ছামিউল ইসলাম মিশন, স্টাফ রিপোর্টার- (গজঘন্টা) গংগাচড়া;
মুজিব বর্ষ উপলক্ষে গংগাচড়া উপজেলা প্রশাসনের অধীনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন। “গাছ লাগাই বন বাড়াই ” এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল মূলত এটি। গংগাচড়া উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
গংগাচড়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্দোগে উপজেলা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব রুহুল আমিন। এবং উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা বেগম।
এই সময়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাজু মিয়া ও মোছাঃ রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আবতাবুজ্জামান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসারছ শাহনাজ পারভীন এবং উপজেলা বন কর্মকর্তা আকতারুল ইসলাম উপস্থিত ছিলেন।