ঝিনাইদহের সুলতান আল একরাম সহ প্রতিদিনের কথার ৬ চৌকশ প্রতিনিধিকে সন্মাননা প্রদান


মেহেদী হাসান কনক, ঝিনাইদহঃ
যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকা চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। করোনাভাইরাস মহামারির কারণে এবার জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। জন্মদিন উপলক্ষে পত্রিকার ছয়জন চৌকশ প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার রাতে পত্রিকার দপ্তরে ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অনাড়ম্বর অনুষ্ঠানে সংবাদকর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন ঝিনাইদহ প্রতিনিধি সুলতান আল একরাম, কেশবপুর প্রতিনিধি উৎপল দে, মণিরামপুর প্রতিনিধি প্রবীর কুণ্ডু, ঝিনাইদহের কালীগঞ্জ প্রতিনিধি বাবুল আক্তার, বাঘারপাড়া পৌর প্রতিনিধি শান্ত দেবনাথ ও নড়াইলের লোহাগড়া প্রতিনিধি রেজাউল ইসলাম।
দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল এর সভাপতিত্বে প্রতিদিনের কথা সম্মাননা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক সুকুমার দেবনাথ, বার্তা সম্পাদক এইচ আর তুহীন, মফস্বল সম্পাদক প্রণব দাস, প্রধান প্রতিবেদক ইন্দ্রজিৎ রায় ও বেনাপোল প্রতিনিধি আনিছুর রহমান।

Leave a comment