
মোঃ ছামিউল ইসলাম মিশন, স্টাফ রিপোর্টার,(গজঘন্টা ) গংগাচড়া;
রংপুরের গংগাচড়া উপজেলার অন্তর্গত গজঘন্টা ইউনিয়নে মল্লিকা নামক এক নারীর রহস্যজনক মৃত্যু। ঐ নারী কিশামত হাবু গ্রামে বসবাস করতেন।
স্থানীয় সুত্রে, মল্লিকার স্বামী তাকে অত্যাচার করে হত্যা করেন বলে পরিবারের দাবি।
উক্ত ঘটনা স্থল পরিদর্শন করেন গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি জনাব সুশান্ত কুমার সরকার। তিনি লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। এবং এই নারীর মৃত্যুর মুল ঘটনা তদন্ত ও প্রকৃত দোষী যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন।