
মোঃ ছামিউল ইসলাম মিশন, স্টাফ রিপোর্টার-গজঘন্টা( গংগাচড়া) প্রতিনিধি;
রংপুরের গংগাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব এলাকার বন্যার পানি কমে যাওয়ায় সস্তিতে সাধারণ মানুষ। গত চার দিনের অস্বাভাবিক ভাবে তিস্তার পানি বেরে গেলে। এর প্রভাব তিস্তার বাম তীরের বেরিবাধ ভেঙে আশেপাশের এলাকা সহ রাজবল্লভ হয়ে জয়দেব এলাকায় বাধের নালা হয়ে আসে। ফলে নিচুভূমির কয়েকটি বাড়িতে পানি ডুবে যায়। এছাড়াও গবাদিপশু সহ বিপাকে পড়ে যায় আগাম ধানের ক্ষেত পানিতে ডুবে যায়। ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকায় ছিল। কিন্তু গত দুই দিনের পানি কমে যাওয়ার জন্য সস্তিতে কৃষক সহ সাধারণ মানুষ। স্থানীয় সুত্রে জানা যায় এই দুঃসময়ে তাদের পাশে কেউ এগিয়ে আসেনি। এবং তাদের মধ্যে কোন রকম পানি বাহিত রোগের লক্ষণ দেখা যায়নি। তবে পরবর্তীতে যদি কোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য সমস্যা দেখা যায় তাহলে স্থানীয় প্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবকদের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।