
মোঃ ছামিউল ইসলাম মিশন, গজঘন্টা (গংগাচড়া) প্রতিনিধি;
রংপুরের গংগাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নে প্রায় শতাধিক পরিবারের মানুষ তিস্তার বাধ ভেঙে পানি বন্দী অবস্থায় রয়েছে। গজঘন্টা ইউনিয়নের ছালাপাক গ্রাম সহ আসে পাশের অনেক পরিবারের মানুষ। স্থানীয় লোকজনের কাছে জানা যায় যে, উজানে লক্ষীটারি ইউনিয়নের মহিপুর এলাকার কোল ঘেঁষে তিস্তার বাধ এই এলাকার পাশ দিয়ে পুর্বে মর্ণেয়া ইউনিয়ন চলে গেছে। গত কয়েক দিনের অতি বৃষ্টি ও তিস্তার পানি অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার কারণে বাধ ভেঙে এলাকার ভিতরে পানি প্রবেশ করে। ফলে ছালাপাক সহ আসে পাশের কয়েকটি এলাকা নিচুতে হওয়ার জন্য পানি ক্রমশ ভিতরে প্রবাহিত হয়। ফলে সকল বয়সের মানুষ সহ গবাদিপশু এবং মাছ চাষাবাদের পুকুর চরম বিপাকে পড়েছে। বিশুদ্ধ পানি ও শুকনো খাবার এবং সঠিক সেনিটেশন ব্যাবস্থা না থাকার কারণে মানুষ জন পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।উক্ত এলাকার স্থানীয় মানুষের দাবি এই সংকটময় সমায়ে তাদের পাশে জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ কে দাড়াতে ও বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য অনুরোধ করেন।