
মোঃ ছামিউল ইসলাম মিশন,
স্টাফ রিপোর্টার (২১শে জুন)
গংগাচড়া উপজেলায় মহিপুর হইতে রংপুর গামি সড়কের আনুর বাজার সংলগ্ন বাধের পাড়ে। ব্যাটারী চালিত অটো গাড়ির হাতল ছিরে। পড়ে গেলে পিছনে থেকে ছুটে আসা অতি দুরুত্ব গামি সিএনজি র চাপায় আহত হয়। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসা করার জন্য রংপুর মেডিকেল কলেজে নিলে চিকিৎসা অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না,,,,,,,, রাজিউন)। তার বাড়ি গজঘন্টা ইউনিয়নের মানাষ পাড়া এলাকায়। সে মোঃ রেজাউল করিম এর স্ত্রী মোছাঃ মমেনা বেগম। পারিবারিক সুত্রে যানা যায় যে, সে তার বোন ও ছোট বাচ্চা কে নিয়ে কাকিনা যাওয়ার সময় রাস্তায় এ দুর্ঘটনার সিকার হয়। ভাগ্যক্রমে তার কোলের শিশু বেচে যায়। এছাড়া বলেন যেন আর কারো মৃত্যু এমন অবস্থায় না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন সরকারের কাছে।