রেড-লাইফ_এক‌টি স্বেচ্ছা‌সেবী সামা‌জিক সংগঠন ঠাকুরগাঁও জেলা কমিটি গঠন

মো: পারভেজ হাসান

স্টাফ রিপোর্টার

পীরগঞ্জ ঠাকুরগাঁও।

দে‌শের বি‌ভিন্ন জেলার প্রতি‌নী‌ধি নি‌য়ে স্বেচ্ছায় রক্তদান সহ বি‌ভিন্ন রকমের কাজ বাস্তবায়ন করা রেডলাইফ এর মূল লক্ষ‌্য। সংগঠন‌টির প্রতিষ্ঠাতা মোঃ দো‌য়েল হক। প্রতিষ্ঠাকাল- ০১/০৭/২০১৯ খ্রিঃ ।

সংগঠন‌টির প্রতিষ্ঠাতা ১২ জুন ২০২০ তারিখ এ এক‌টি ৩১ সদস‌্য বি‌শষ্ট্যি অনলাইন কমিটি গঠন করেন।
প্রথমত ঠাকুরগাঁও জেলা থে‌কে কাজ শুরু হয় রেডলাইফ এর।

রেডলাইফ এর সকল সদস্য ২০১৯ সাল থেকে মানুষ কে রক্ত দিয়ে আসছে। সেই সা‌থে বি‌ভিন্ন সামা‌জিক কাজ ক‌রে আস‌ছে।
রেডলাইফ থে‌কে গত এক বছ‌রে প্রায় ২০০০ হাজার ব‌্যাগ স্বেচ্ছায় রক্তদান দিয়ে সহ‌যো‌হিতা ক‌রে‌ছে অসহায় রোগী‌দের।
ঠাকুরগাঁও/দিনাজপুর জেলায় সুনা‌মের সা‌থে সেবা দি‌ঢে যা‌চ্ছে রেডলাইফ। পীরগঞ্জ উপ‌জেলার নাম করা স্বেচ্ছা‌সেবী সংগঠন ল্যাম্পপোস্ট এর প্র‌তিষ্ঠাতা মো: আব্দুল্লাহ্ আল ম‌হিউদ্দীননজ‌নি জানান, রেডলাইফ সংগঠন‌টি অ‌নেক স‌ক্রিয় ও ভা‌লোভা‌বে কাজ ক‌রে আস‌ছে গত এক বছর থে‌কে।

১২ জুন ২০২০ তারিখে কমিটি করেন।
সভাপতি মো: দোয়েল হক।
সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন।
প্রতিষ্ঠাতা মো: দোয়েল হক বলেন
আমা‌দের চো‌খে পরা কোন মানুষ র‌ক্তের অভা‌বে দিধায় পর‌বেননা। আমা‌দের স্বেচ্ছা‌সেবী‌দের পাশাপা‌শি দে‌শের সকল মানুষ‌কে রক্তদান কর‌তে আহব্বান ক‌রেন তি‌নি। আমার আশা মানুষের সেবা করবো ।

Leave a comment