সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম এর মৃত্যুতে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এর শোক প্রকাশ।

মো: পারভেজ হাসান

স্টাফ রিপোর্টার

পীরগঞ্জ ঠাকুরগাঁও

আওয়ামী লীগ এর সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম মৃত্যু বরণ করেছেন ।

আজ শনিবার (১৩ জুন) সকাল ১১ টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগের এই নেতা সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী। তিনি বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি জাতীয় নেতা ক্যাপ্টেন মুনসুর আলীর পূত্র। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো।

এক শোকবার্তায় তিনি মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

Leave a comment