
মোঃরিপন হোসেন জয়পুরহাটবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জেলা প্রতিনিধি,জয়পুরহাট।
এবি পার্টি জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক,তরুন উদ্যোগতা,
আক্কেলপুর নাগরিক পরিষদের সম্মানিত সভাপতি নর্থ বেঙ্গল ব্লাড ডোনেশন ক্লাব NBBDC এর সভাপতি ও সাবেক ছাত্রনেতা তরুন উদীয় মান জননেতা চিকিৎসক মোঃরিপন হোসেন কয়েক দিন থেকে যাবৎ বিভিন্ন উপসর্গ শরীরে অনুভব করছিলেন।আজকে মহান ও মানব দরদি,নিরঅহংকারী মানুষটি কোভিড ১৯(করেনা) ভাইরাস পরীক্ষার জন্য নমুনা/স্যাম্পল আজকে জমা দেন।জয়পুরহাট বাসী সহ দেশবাসীর নিকট এ মহান নেতার জন্য দোয়া চাই আল্লাহ তায়ালার রহমতে তার রিপোর্ট যেন নেগেটিভ আসে।আমিন।