এবি পার্টির জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক তরুন জননেতা চিকিৎসক

মোঃরিপন হোসেন জয়পুরহাটবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জেলা প্রতিনিধি,জয়পুরহাট।
এবি পার্টি জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক,তরুন উদ্যোগতা,
আক্কেলপুর নাগরিক পরিষদের সম্মানিত সভাপতি নর্থ বেঙ্গল ব্লাড ডোনেশন ক্লাব NBBDC এর সভাপতি ও সাবেক ছাত্রনেতা তরুন উদীয় মান জননেতা চিকিৎসক মোঃরিপন হোসেন কয়েক দিন থেকে যাবৎ বিভিন্ন উপসর্গ শরীরে অনুভব করছিলেন।আজকে মহান ও মানব দরদি,নিরঅহংকারী মানুষটি কোভিড ১৯(করেনা) ভাইরাস পরীক্ষার জন্য নমুনা/স্যাম্পল আজকে জমা দেন।জয়পুরহাট বাসী সহ দেশবাসীর নিকট এ মহান নেতার জন্য দোয়া চাই আল্লাহ তায়ালার রহমতে তার রিপোর্ট যেন নেগেটিভ আসে।আমিন।

Leave a comment