মেহেদী হাসান কনক,স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সদস্য সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ২ বিঘা জমির ধান কেটে ঝেড়ে ও বিচালি পালা দিয়ে দিলেন জেলা ছাত্রলীগ। ইং ২৯/০৫/২০২০ সকাল থেকে দিনের শেষ পর্যন্ত কাজ করেছেন সংগঠন।
খোজ নিয়ে জানা যায়,করোনা ভাইরাসের কারনে সারাদেশে কৃষক এর শ্রমিক না পাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার সাবেক বিন্নি গ্রামের দরিদ্র কৃষক মোঃ নজরুল ইসলামের ২বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের একদল ছাত্র
দরিদ্র কৃষক নজরুল ইসলাম জানান করোনার কারনে শ্রমিক না পেয়ে হতাশ হয়ে গিয়েছিলাম।খবর পেয়ে ঝিনাইদহ থেকে ছাত্রলীগের সদস্য সাজ্জাদের নেতৃত্বে একদল ছাত্র এগিয়ে এসে তার জমির সমস্ত ধান কেটে দিয়েছেন এবং সেই ধান মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। তার ফসল ঘরে তুলতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন। নজরুল ইসলাম জানান দূর্যোময় এই সময়ে তার জমির ফসল এতো সহজে ঘরে তুলতে পারবে তা ভাবতেও পারিনি।তিনি এই ছাত্রসমাজের কাজে খুশি হয়েছেন এবং দেশের সকল ছাত্রসমাজের জন্য শুভ কামনা ব্যাক্ত করেছেন।
ছাত্রলীগ নেতা সাজ্জাদ জানান,তিনি গতকাল রাতে তার সংগঠনের সোহাগের নিকট খবর পেয়ে সকালে সবাই মিলে অসহায় কৃষকের পাশে দাড়িয়েছি।জননেত্রী শেখ হাসিনার নির্দেশকে বাস্তবে পরিনত করার লক্ষে তারা এই কর্মসূচিতে অংশ নেন বলে তিনি জানান।
জেলা ছাত্রলীগ এর সদস্য মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্ত্বে ৯ জন সাব্বির,ফয়সাল, সোহাগ,রাকিব,আরশ,বাবু,চয়ন,রানা এই ধান কাটা কর্মসূচিতে যোগ দেন।
