মেহেদী হাসান কনক ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সুচন্দন মন্ডলের নেতৃত্তে ঝিনাইদহ শহরের পাগলাকানা কোরাপাড়া বটতলা নামক স্থানে ২ টি দোকানে অভিযান পরিচালনা করেন।
অভিজান পরিচালনা কালে উর্মী পোল্ট্রি ফিড নামে এক পশু খাদ্যের দোকানে অভিযান করে মেয়াদ উত্তীর্ণ পন্য সহ বেশি মূল্যে পন্য বিক্রি করার অপরাধে দোকানের মালিক মোঃরাজিবুল ইসলাম জাহাঙ্গীর কে নগদ ৪০০০ টাকা জরিমানা করেন।
পাশের এক মুদি দোকান মফিজ স্টোর এ অভিযান করে বেশি দামে আদা বিক্রি করার অপরাধে দোকান মালিক মোঃমফিজ কে নগদ ৩০০০ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সুচন্দন মন্ডল এই জরিমানা করেন এবং এই ধরনের কার্যকলাপ বর্জন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
