জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ০১/০৫/২০
আক্কেলপুর উপজেলাধীনস্থ সোনামুখী ইউনিয়নের শিমলতলী গ্রামে ত্রাণ বঞ্চিত করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া কিছু কিছু পরিবারেকে কাজী এ্যাংকার এর মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ জন্য পাঠিয়ে দিলেন সাবেক ছাত্রনেতা ডাঃ রিপন হোসেন। তার এসব কর্মকান্ডে এলাকাবাসী তাকে ধন্যবাদ ও কতৃঙ্গতা প্রকাশ করে এ দিকে
ডাক্তার রিপন হোসেন সাথে কথা বলে জানা যায় তিনি প্রতিনিয়ত তার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করতেছেন।
গতকাল হঠাৎ তাকে একজন ফোন করে বলেন যে কিছু পরিবারের কোন খাদ্য সামগ্রী নেই একথা শুনে কাজী বাশার এ্যাংকারের মাধ্যমে খাদ্য সামগ্রী পাঠিয়ে দেন এসব খাদ্য সামগ্রী তিনি আরও বলেন করোনা ভাইরাসে মোকাবেলাতে অসহায় মানুষদের পাশে দাড়ানো জন্য সমাজে বিওবাণদের এগিয়ে আসতে হবে এছাড়া তিনি সবাইকে বাড়িতে অবস্খান করার আহবান জানান।
সাইদুল ইসলাম কর্তৃক সংগ্রহীত।
