
মেহেদী হাসান কনক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দারা। তাদের অভিযোগ পাগলা কানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম কোনো খোঁজ রাখেন না। তাই খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন আবাসনের হতদরিদ্র মানুষ। বিক্ষুব্ধরা গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কাছে যান। খবর পেয়ে ঝিনুকমালা আবাসন প্রকল্পে হাজির হন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
জেলা প্রশাসক তাদের বিক্ষোভ কর্মসূচিতে যেতে নিষেধ করেন। অভিযোগ উঠেছে, সে সময় আবাসনের সাবেক সাধারণ সম্পাদক হারুনের নেতৃত্বে আরও অর্ধশতাধিক বাসিন্দা সদর উপজেলায় বিক্ষোভ করতে যেতে চাইলে হারুনকে ডেকে নিয়ে আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনের সামনে থেকে জেলা প্রশাসক এলোপাতাড়ি নাখ-মুখে কিল, ঘুষি ও পেটে লাথি মারেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পেয়ে ও হারুনের মারপিটের খবর পেয়ে আবাসনের বাসিন্দারা ফিরে এসে শহরের পায়রা চত্বর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার ও সদর থানার ওসি মিজানুর রহমান তাদের শান্ত করে ঝিনুকমালা আবাসন প্রকল্পে পাঠিয়ে দেন। সেখানে তারা জড়ো হয়ে আবারও আবাসন প্রকল্পের সামনে সড়কের ওপর বসে বিক্ষোভ শুরু করেন।