চাদঁপুরের হাজিগন্জ উপজেলায় প্রথম করোনা রুগি শনাক্ত

মোঃ ছেফায়েত (চাঁদপুর)

চাঁদপুর জেলায় করোনা ভাইরাস আরও এক জনের শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ৩৭ বছরের যুবক হাজিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।
তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকা থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ৩৯ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৩৮ জনের রির্পোট নেগেটিভ এবং ১ জনের পজেটিব। নতুন একজন সহ চাঁদপুরে করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

আক্রান্তদের মধ্যে ১১ জন চিকিৎসাধীন। দুইজনের মৃত্যু হয়েছে এবং দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। নতুন আক্রান্ত ব্যাক্তি হাজিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

এই নিয়ে চাঁদপুরে ৩০৬ জনের নমুনা প্রেরন করা হয়,তার মধ্যে ২৯২ জনের রিপোর্ট পাওয়া গেছে। ১৪ জনের রিপোর্ট অপেক্ষামান।

Leave a comment