অদ্য(২৮/৪/২০ ইং)তারিখে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বগুড়া ডেভেলপমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে ও বিশিষ্ট সমাজ সেবক ও বগুড়া ডেভেলপমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক আল রাজী জুয়েল এর সৌজন্যে দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গ্রীণ ভিলেজ সোসাইটির স্বেচ্ছাসেবক বৃন্দ বগুড়া শহরের ৩ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দিন মজুর, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ কার্যক্রমে নেতৃত্ব দান করেন গ্রীণ ভিলেজ’র সভাপতি এস.এ জাহিদ সরকার;তিনি বলেন “বগুড়া ডেভেলপমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন সর্বদা সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে,বিশেষ করে অসহায় মানুষদের সহযোগিতায় বগুড়া ডেভেলপমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন সর্বদা নিয়োজিত “। খোঁজ নিয়ে জানা যায় বগুড়া ডেভেলপমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন করোনা ভাইরাস এর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত করোনা পরিস্থিতিতে প্রায় সহস্রাধিক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী,ইফতার,পিপিই, দিয়ে সহায়তা করেছে এবং বিতরণ কার্যক্রম অবাহত।
